হার্ডডিস্ক কিভাবে ভালো রাখা য়ায় এরজন্য আগে হার্ড ডিস্কের গঠন জানতে হবে

হার্ডডিস্ক কিভাবে ভালো রাখা য়ায় এরজন্য আগে হার্ড ডিস্কের গঠন জানতে হবে
Share it:

এরজন্য আগে হার্ড ডিস্কের গঠন জানতে হবে। নিচের চিত্রখানা দেখুনঃ



চিত্র ২ নম্বর দেয়া জিনিসটা হচ্ছে রিডিং-রাইটিং হেড। প্লেটারের উপর ও নিচে দু দিক থেকেই রিড এবং রাইট করে।অনেকটা গ্রামোফোনের মত। চলন্ত অবস্থাতে পিসি হুট করে বন্ধ করে দিলে অর্থ্যাৎ আপনার পিসিতে অনান্য প্রোগ্রাম তখনো চলছে, এই হেড প্লেটারের উপরেই থেমে যায়। অনেকটা মুখ থুবরে পড়ার মত, এভাবে হুট করে হেড প্লেটারে থেমে যাওয়াতে প্লেটারে স্ক্র্যাচ পরতে পারে। যার ফলে ডেটা লস হতে পারে, পিসির গতি কমে যেতে পারে।

কম্পিউটারে আমরা যেভাবে ডেটা ফোল্ডারে সাজিয়ে রাখি, আদতে হার্ড ডিস্ক এ ওভাবে থাকেনা। নিচের চিত্র দেখলে বুঝতে পারবেন।


এই ফ্রাগমেন্টেড বা এলোমেলো/অসজ্জিত ডেটার কারণে কম্পিউটারে গতি কমতে পারে। আপনার বাড়ির বইএর তাকে সব গুছিয়ে রাখলে যেমন খুঁজে পেতে সময় কম লাগবে, ঠিক একইভাবে ফ্রাগমেন্টেড ডেটা ডিফ্রাগমেন্ট করলে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে আপনার কম্পিউটারের সময় কম লাগবে।

পিসির পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে আপনার বাসার বৈদ্যুতিক সংযোগে কোন ত্রুটি রাখা যাবেনা।

নিয়ম করে এন্টিভাইরাস ব্যবহার করুন।

ব্যাড পার্টিশনিং এভয়েড করুন।

আপাতত এই কাজগুলো ঠিকঠাক করলেই হার্ড ডিস্ক কে যত্নে রাখতে পারবেন। এর বাইরেও অনেক কিছুই করার মত আছে যা এই মুহুর্তে মনে পড়ছে না।

Share it:
Location Bangladesh

Post A Comment:

0 comments: